Site icon আলাপী মন

কবিতা- অবহেলার দান

অবহেলার দান
– সুমিতা পয়ড়্যা

 

 

বুঝবে সেদিন বুঝবে
হারিয়ে যাব যেদিন
বুঝবে সেদিন বুঝবে।
খুঁজবে সেদিন খুঁজবে
আকাশ বাতাস ঘিরে
খুঁজবে সেদিন খুঁজবে।
ভাববে সেদিন ভাববে
ভালোবাসা হারিয়ে ফেলে
ভাববে সেদিন ভাববে।
কাঁদবে সেদিন কাঁদবে
পাগল হয়ে উঠবে
কাঁদবে সেদিন কাঁদবে।
ভাসবে সেদিন ভাসবে
গুমোট ঘরে জলোচ্ছ্বাসে
ভাসবে সেদিন ভাসবে।
গাইবে সেদিন গাইবে
গান না জানা কম্পিত কন্ঠে
গাইবে সেদিন গাইবে।
জানবে সেদিন জানবে
অনুভূতি উপলব্ধিতে জানবে
জানবে সেদিন জানবে।
ছুটবে সেদিন ছুটবে
হাতড়িয়ে স্মৃত কণ্টক পথে
ছুটবে সেদিন ছুটবে।
ভাঙবে সেদিন ভাঙবে
পড়বে মনে সঙ্গোপনে
ভাঙবে সেদিন ভাঙবে।
হারাবে সে দিন হারাবে
হেলায় হারালে যা সখা
হারাবে সে দিন হারাবে।
পাবে না সেদিন পাবে না
মরণ বেলায় হবে শ্রান্ত
পাবেনা সেদিন পাবে না।
বুঝবে সেদিন বুঝবে
যেদিন হারিয়ে যাব,
যেদিন থাকবো না পাশে,
যেদিন হাসবো না আর,
যেদিন কাঁদবো না আর,
অবহেলে করেছ যে খেলা,
মর্মে মর্মে উপলব্ধি হবে
যেদিন কইবো না আর কথা।
বুঝবে সেদিন বুঝবে
বুঝবেই সেদিন বুঝবে।

Exit mobile version