কবিতা

কবিতা- “সীমা

“সীমা”
-উজ্জ্বল সামন্ত

 

 

সীমানায় হানা দাও অচকিতে বিনা প্ররোচনাতেই
কখনো কি ভেবেছো দেশের গন্ডি পেরিয়ে মনুষ্যত্বের বিচারে,
সীমানা, কাঁটাতার শুধুই আলাদা করে নিজের পরিচয়ে
প্রাণ ধ্বংসে দেশের পরিধি বাড়িয়ে লাভ কি কিছু হবে?

তুমিও দেশের সৈনিক মাথা উঁচু করে দাঁড়িয়ে ওপারে
সীমানার এপারে তারাও সৈনিক তোমারি মত দেশ সেবাতে
তবে কেন প্রহসন অন্যায় আবদারের ছলচাতুরিতে
রাতদিন গুলিবর্ষণ বোমা নিক্ষেপ সীমান্তের কাঁটাতারে

সাম্প্রদায়িক বিষ ছড়াও কাশ্মীরের নিরীহ জনগণকে ক্ষেপিয়ে
কখনো আত্মঘাতী বোমা বিস্ফোরণ ছাওনী, সেনা কনভয়ে
কাশ্মীর কিংবা লাদাখ ভূখন্ডে উত্তেজনা ছড়িয়ে
সহ্যশক্তির একটা সীমা আছে কেন যাও ভুলে?

আমার দেশের নদীর জলে তুমি আছো বেঁচে
শস্য শ্যামলা ভূখণ্ডে কেন হিংসার বিষ লুকিয়ে
তোমার আবিষ্কার মহামারীতে পৃথিবী ত্রস্ত লক্ষাধিক প্রাণ ধ্বংসে
প্রকৃতি, মানুষ কি ক্ষমা করবে চিরদিন তোমার ক্ষমতার আস্ফালনকে?

Loading

Leave A Comment

You cannot copy content of this page