কবিতা- “লুইত”

“লুইত”
– অলোক শীল

 

 

জানো তুমি সব লুকানো ব্যাথার আর্তনাদ
রক্তক্ষরণ যন্ত্রণা মিথ্যে অপবাদ আঘাত
তার মতোই বাঁচাতে চেয়েছিলাম বড় হয়ে
সব সহ্য করার ক্ষমতা নিয়ে॥

কিন্তু কই বাঁচতে পারলাম তার মতো
কিন্তু সাক্ষী আছে সে তার উদ্যাম গতিতে চিরে যাওয়া যন্ত্রণা

লুইত তোমার মতো আরেকটা জীবন চাই

তোমার জলধারার মতো মনকে শক্ত করতে চাই
হাজার ঝড় তুফান আসুক তবুও বাঁচতে চাই বাঁচার মতো

কতো মৃত্যু মিছিলের সাক্ষী তুমি
কতো কবির লেখনীতে সামিল তোমার নাম
আমিও তোমার মতো হতে চাই

তোমাকে নিয়ে আরো কবিতা গল্প লিখতে চাই
তোমার হিমালয়ে আবির্ভাব সম্পর্কে আরো জানতে চাই। 

Loading

Leave A Comment