Site icon আলাপী মন

কবিতা- ।। ইতি –তোর অস্বীকৃত আমি ।।

ইতি –তোর অস্বীকৃত আমি

-জিৎ সাহ 

 

 

(১)
মেঘ কালো,
আরাধিকার কৃষ্ণও কালো,
কালো আঁধার রাত।
বেলা শেষে তোকে ভালোবাসাটাই আমার একমাত্র অপরাধ।
নাকি আমিও কালো কৃষ্ণসম,
সেই কারণেই সাধলি তাতে বাধ !
কত বেসেছিলাম ভালো তোকে,
ভেবেছিলাম আপন করে আগলে রাখবো বুকে,
রইব পাশে দুখে সুখে।
গতর কালো সাদা মনে
বুঝিনি রে এত কিছু সেই খনে !
হয়তো ভুল ছিলাম আমি,
ভুল ছিলো আমার সুখে থাকার মানে।।
তবুও ভালো থাকিস,
যদি ভালো থাকার সংজ্ঞাটা খুঁজে পাস কোনো এক খানে…


(২)
আমার রাধা এক যমুনা—সকালে জোয়ার, বিকেলে ভাঁটার টান,
উজান ভাঁটার দো-টানেতে বিহ্বল কানাই গাহে ভাটিয়ালির সুরে গান।

Exit mobile version