Site icon আলাপী মন

কবিতা- অভিলাষ

অভিলাষ
-রাখী চক্রবর্তী

 

 

রাতের আঁধারে ফুটে উঠি আমি কতো না আবেগে উল্লাসে,
ভোরে ভাঙে সব ভুল,
নামী নামী ফুলের মাঝে
অনাদরে বাগে পড়ে থাকা আমি এক বনফুল।
গোলাপ, বেল, জুই, রজনীগন্ধা উপহার দাও গুচ্ছ ভরে,
আমি নীরবে কেঁদে যাই অহরহ শুষ্ক মাটির ক্রোড়ে।
জবা, টগর, শিউলি স্থান পায় দেবতার চরণে
বর্ন গন্ধ নেই বলে, আমি পড়ে থাকি বাগানের এক কোনে,

যখন কাশফুল হানা দেয়
শরতের আঙিনায়,
তখন আমার পাপড়ি ঝরতে থাকে এক
করুণ বেদনায়..
উদভ্রান্ত পথিক মরিয়া হয় যেমন পথের হদিশ পেতে
তেমনি, আনচান করে ওঠে মোর মন দেবালয় যেতে,

নীল দিগন্ত খুশির চাদর ওড়ায় বসন্তে, খোলা বাতায়নে সে সুখ অনুভব করি নিজেরই অজান্তে,
কোনো চেনা জানা ভালো নাম আমার নাই বা থাকলো,
বৃন্ত থেকে আমায় কেউ নাই বা তুললো,
তবুও যে ঠাঁই পেতে চাই দেবতার চরণে,
আবার ইচ্ছেও হয় কোনো এক গোধুলি লগ্নে ফুলের সাজিতে থেকে সামিল হই নব বধুবরণে।

Exit mobile version