কবিতা- নতুনে ভরুক ধরা

নতুনে ভরুক ধরা
– তড়িৎ সেন

 

কপাটটা বন্ধ আছে বহুদিন
মনের কালিমাগুলো যত
আটকে আছে মনের ভিতর
ভাবনা চিন্তা জমে আছে কত,

এই লৌহকপাট ভেঙ্গে দিতে হবে
মুক্ত বাতাস আসুক মনে
এলোমেলো অগোছালো চিন্তাগুলো যাবে
কালিমাগুলো মুছে যাবে সেইক্ষণে,

মন যে কি চায় মনই শুধু জানে
বিনিদ্র রজনী কাটে তারা গুনে গুনে
ভাবনাগুলো স্থিতিস্থাপক হয়ে থাকে
নতুনের চিন্তা আসে না তো মনে,

যদি পাখি হতে পারতাম
জানালার গরাদ ঠিক পেরিয়ে যেতাম
নীল আকাশে ডানা মেলে দিতাম
পুরোনো যত চিন্তা ভাসাতাম মেঘে,

বর্ষার জলে পুরোণো ধুয়ে যাক
ধুয়ে যাক মলিনতা যতো
নতুনে ভরুক এই ধরা
সজীবতা আজ বড় অভিপ্রেত।

Loading

Leave A Comment