অধরা মন্ত্র..

অধরা মন্ত্র..
-রীণা চ্যাটার্জী

শুরু হয়.. শেষ হয়। শেষ থেকে শুরু? নাকি শুরু থেকে শেষ! কোথায় আমরা? আমরা মানব জাতি? মানব সভ্যতা? মানবতা? কেমন যেন‌ পঙ্কিলতা ঘিরে রেখেছে- চারপাশ বড়ো কর্দমাক্ত। হাঁফ ধরে যাচ্ছে রোজের প্রতিবাদী অধ্যাবসায়ে।
ছোটোবেলায় ঠাকুমার মুখে শোনা- ‘আমার ছেলে ছেলেটি ঘোরে যেন লাঠিমটি, তোমার ছেলে? ছেলেটা ঘোরে যেন বাঁদরটা..’ ‘আমি-তুমি’র আঞ্চলিক প্রবাদ। অক্ষরে অক্ষরে সত্যি মনে হয়, যখন দেখি আমার নীতি নীতিটি সত্য সুরের গীতি’টি, তোমার নীতি নীতিটা হবে কবে ইতি’টা?’
প্রশ্ন জাগে মনে, মানবতা-মানবিকতা-নীতি- আচার-আচরণ সব কিছু সঠিক প্রমাণ করে কি বিশেষ কোনো রঙ-দল-পতাকা? আমার বা আমাদের রঙ- দল-পতাকার সাথে চলতে পারলে তবেই তুমি বা তোমরা সঠিক- শিক্ষিত-নীতিবাদী-মানবদরদী? নাহলেই আঙুল তুলবো তোমার সবকিছুতে?
ঠিক যেন, আমাদের পতাকা, দল, নীতির বিরুদ্ধ হলেই তোমাদের সব ভুল। ভ্রান্তিতে ভরা তোমার শিক্ষা-নীতি-বিশ্বাস, অজ্ঞানতা তোমাদের রন্ধ্রে রন্ধ্রে। তাই তোমরা চুপ করে থাকবে- নাহলে বক্তব্যের আঁচড়ে, কামড়ে ক্ষত-বিক্ষত করে দেবো তোমাদের অস্তিত্ব।
এই কঠিন- অচেনা সময়েও নীতির জয়জয়কার। দুুঃখ এই কঠিন সময়েেও শুধু মাত্র মনুষ্যত্বের আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আমরা নীতি বর্জন করতে পারলাম না। বিচ্ছিন্ন নীতির দ্বীপ হয়ে থেকে গেলাম। মানবতার মহামন্ত্র অধরা থেকে গেল। ভয় লাগে, এই কি শেষ- এরপর উত্থান তো.. না কি পতনের শুরু?
উত্তর সময়ের গর্ভে- অপেক্ষার আবহে মনের বাস এখন..
কথাও যেন এখন যোজন যোজন দূর- স্বাভাবিক জীবনের জন্য প্রতিটি মুহূর্তের অপেক্ষা। ধৈর্য্যের পরীক্ষা সচেতন প্রতিটি মানুষের জন্য।
আগামীর শুভেচ্ছা, শুভকামনা সকলের জন্য আলাপী মন- এর পক্ষ থেকে।

Loading

2 thoughts on “অধরা মন্ত্র..

  1. পতনের শুরু। নীতি ,,সেটা কী? কোন দোকানে বিক্রি হয় ? নীতির কারবারি মুনাফা বোঝে ।দোকানী ব্যবসা বোঝে ,ধর্ম বোঝেনা। সেই তার নীতি ।নইলে কারবার টেঁকে না। নিজের গুণের প্রয়োজন নেই ।অন্যের অকারণ ছিদ্র খোঁজাই , নিজের অস্তিত্ব জাহিরের সুগম নিরাপদ পথ ।তুমি খারাপ আমি ভালো ।ভালো কিচ্ছু করবার দরকার নেই ।শুধু আওয়াজ মেরে যাও ।ক্ষমতা দখলই একমাত্র লক্ষ্য । যোগ্যতার পরিচয় নেই ।কর্মসূচি নেই ।কর্মদক্ষতার নির্দিষ্ট প্রমাণ নেই ।শুধুই সমালোচনা আর ব্যাঘাত ঘটানো। এতেই পারদর্শী ।শিক্ষা নেই ।রুচিসম্মতভাষা জানা নেই। মিথ্যাচার একমাত্র ভরসা ।
    তবে ইতিহাস সাক্ষী। মানুষ কে দীর্ঘদিন যাবৎ বোকা করে রাখা যাও না । তাই আমার মতে ,ভালোদিন আসছে। আসছে নতুন যুগ ।তরুণদের এগিয়ে আসতে হবে । ধর হালশক্ত হাতে ।
    সূর্যের তাপে ,জলাসয় সম্পূর্ণ জলশূন্য হয়ে গেলে ,জলাসয়ে পড়ে ।থাকে শুধু জঞ্জাল । ঠিক তেমনই আজকের সময়ের,,,,,,,,,,,,,,ভালো উপযুক্ত সৎ প্রকৃত মানুষ, সমাজ সংসার বিচ্ছিন্ন ।

    1. নীতি পাওয়া যায় বস্তাপচা কিছু বইয়ের অন্ধগলিতে, যে গলির সব প্রবেশ পথ বন্ধ করে শুধু মাত্র একটি জানালা খুলে রেখে দেখানো হয়, বোঝানো হয়- আমি বা আমরা যা বলছি তাই ভালো, তাই সঠিক। তুমি বা তোমরা এর বাইরে যেও না, গেলে রক্তচক্ষু। হতেই হবে‌ সব শেয়ালের এক রা..
      পতন ভাবতে মন চায় না- ভয় লাগে। আগামীর শুভেচ্ছা থাকুক মনের গহীনে।🙏🙏

Leave A Comment