Site icon আলাপী মন

অধরা মন্ত্র..

অধরা মন্ত্র..
-রীণা চ্যাটার্জী

শুরু হয়.. শেষ হয়। শেষ থেকে শুরু? নাকি শুরু থেকে শেষ! কোথায় আমরা? আমরা মানব জাতি? মানব সভ্যতা? মানবতা? কেমন যেন‌ পঙ্কিলতা ঘিরে রেখেছে- চারপাশ বড়ো কর্দমাক্ত। হাঁফ ধরে যাচ্ছে রোজের প্রতিবাদী অধ্যাবসায়ে।
ছোটোবেলায় ঠাকুমার মুখে শোনা- ‘আমার ছেলে ছেলেটি ঘোরে যেন লাঠিমটি, তোমার ছেলে? ছেলেটা ঘোরে যেন বাঁদরটা..’ ‘আমি-তুমি’র আঞ্চলিক প্রবাদ। অক্ষরে অক্ষরে সত্যি মনে হয়, যখন দেখি আমার নীতি নীতিটি সত্য সুরের গীতি’টি, তোমার নীতি নীতিটা হবে কবে ইতি’টা?’
প্রশ্ন জাগে মনে, মানবতা-মানবিকতা-নীতি- আচার-আচরণ সব কিছু সঠিক প্রমাণ করে কি বিশেষ কোনো রঙ-দল-পতাকা? আমার বা আমাদের রঙ- দল-পতাকার সাথে চলতে পারলে তবেই তুমি বা তোমরা সঠিক- শিক্ষিত-নীতিবাদী-মানবদরদী? নাহলেই আঙুল তুলবো তোমার সবকিছুতে?
ঠিক যেন, আমাদের পতাকা, দল, নীতির বিরুদ্ধ হলেই তোমাদের সব ভুল। ভ্রান্তিতে ভরা তোমার শিক্ষা-নীতি-বিশ্বাস, অজ্ঞানতা তোমাদের রন্ধ্রে রন্ধ্রে। তাই তোমরা চুপ করে থাকবে- নাহলে বক্তব্যের আঁচড়ে, কামড়ে ক্ষত-বিক্ষত করে দেবো তোমাদের অস্তিত্ব।
এই কঠিন- অচেনা সময়েও নীতির জয়জয়কার। দুুঃখ এই কঠিন সময়েেও শুধু মাত্র মনুষ্যত্বের আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আমরা নীতি বর্জন করতে পারলাম না। বিচ্ছিন্ন নীতির দ্বীপ হয়ে থেকে গেলাম। মানবতার মহামন্ত্র অধরা থেকে গেল। ভয় লাগে, এই কি শেষ- এরপর উত্থান তো.. না কি পতনের শুরু?
উত্তর সময়ের গর্ভে- অপেক্ষার আবহে মনের বাস এখন..
কথাও যেন এখন যোজন যোজন দূর- স্বাভাবিক জীবনের জন্য প্রতিটি মুহূর্তের অপেক্ষা। ধৈর্য্যের পরীক্ষা সচেতন প্রতিটি মানুষের জন্য।
আগামীর শুভেচ্ছা, শুভকামনা সকলের জন্য আলাপী মন- এর পক্ষ থেকে।

Exit mobile version