Site icon আলাপী মন

কবিতা- “প্রয়োজনে প্রিয়জন”

“প্রয়োজনে প্রিয়জন”
– উজ্জ্বল সামন্ত

 

 

পৃথিবীটা কেমন স্বার্থপর হচ্ছে ব্যস্ত সময়ের ঘেরাটোপে
আধুনিক জীবন বড় ব্যস্ত প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে
চাওয়া পাওয়ার শেষ নাই নিত্যদিন প্রয়োজন অভ্যাসে বাড়ে
নিজ চিন্তায় মগ্ন হয়ে অন্যের জন্য ভাবার সময় কই, নিষ্প্রয়োজনে

সুখী থাকতে প্রয়োজন অর্থ, সম্মান, সম্পর্ক, প্রিয়জন
বলা ভালো নিজের স্বার্থের তাগিদে কোন কিছুর অন্বেষণ
প্রয়োজন তো খিদে তারতম্যের পার্থক্যে শরীরের বা মনের
সুখ দুঃখের উষ্ণতার অনুভব কি ধরা পড়ে থার্মোমিটারে

সংসার সুখী হয় রমনীর গুনে কথনে পুরুষে নয় কেন
পুরুষতান্ত্রিক সমাজে নারী কি চিরকাল থাকবে অবহেলিত
অস্তিত্ব ত্যাগে শাঁখা সিঁদুরে অবলম্বনের প্রয়োজনে
নিঃস্বার্থে জীবনপাত স্বামী পুত্র সংসার জীবনে।

সময়ের সঙ্গে প্রয়োজন বদলে যায় অজান্তে কখন
প্রিয়জন কখন অপ্রয়োজনীয় হয়ে ওঠে স্বার্থে আঘাত যখন
প্রয়োজনেই কি প্রিয়জন হতে হয় দেখেছেন ভেবে
সম্পর্ক কি আর স্বার্থ নিয়ে আজীবন পরিচয়ে বাঁচে

প্রয়োজন তো একদিন ফুরাবেই তখন কি হবে
প্রিয়জনকে প্রয়োজন কি ছেড়ে চলে যাবে অদূরে?

Exit mobile version