কবিতা- ন্যায়বৃত্তিকে জাগিয়ে

ন্যায়বৃত্তিকে জাগিয়ে
– মানিক দাক্ষিত

রাগ আসে রাগ যায়..
মাঝে মাঝে সমুদ্রের জোয়ার হয়ে
আছড়ে পড়ে জীবনের তটে।
ভীষণ দোটানা সঙ্কট।
জীবন সঙ্কট, না ধর্ম সঙ্কট!

কিসের জন্য রাগ, কার জন্য রাগ…
অপরের ভালোর জন্য, নাকি
নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য!

যদিও রাগ মহাশত্রু;
তবুও তাকে মনের ভিতর
সযত্নে লালন করি,
দুধ কলা দিয়ে পুষি।

কিন্তু পোষ মানাতে পারি না।
অজান্তে কখন রাগটা কেউটে হয়ে
নিজেকেই মারে ছোবল।

দেখা যাক ন্যায়বৃত্তিকে জাগিয়ে
চিত্তের কুৎসিত প্রাসাদটাকে
অনুপম করা যায় কি-না!

Loading

2 thoughts on “কবিতা- ন্যায়বৃত্তিকে জাগিয়ে

  1. প্রিয় সাহিত্য পরিবার আলাপী মনকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অশেষ শুভেচ্ছা।

    1. কবি সত্য দ্রষ্টা, রিপু জয়ী।
      শ্রদ্ধাবান ,হোন কালজয়ী।

Leave A Comment