স্বপ্নে বাঁধে
– তমালী বন্দ্যোপাধ্যায়
শান্ত নদীর তীরে তখন হাসনুহানা গন্ধে ঢাকে।
আমি জানি, স্বপ্নগুলো সেথায় রাখা থাকে।
নীল আকাশের মেঘগুলো সব স্বপ্ন দেখায়,
উড়ে যাওয়া প্রজাপতির রঙীন পাখায়।
সূর্যডোবা কনে দেখা হলুদ আলো,
ঝিরঝিরে ওই মিঠে বাতাস লাগে ভালো।
বসন্ত ওই কৃষ্ণচূড়ার আগুন ছোঁয়া।
মনটা তখন ভালোবাসায় শিশির ধোয়া।
সবাই ওরা বেঁচে থাকার স্বপ্ন দেখায়।
দু’টি চোখে মায়ার কাজল যত্নে মাখায়।
সমুদ্রের ওই উত্তাল ঢেউ, ঝাউপাতার ফাঁকে সূর্য কণা।
পায়ের কাছে “মিউ মিউ মিউ “, খুব আদরের বেড়াল ছানা।
রুমঝুমঝুম বৃষ্টি ভিজি খোলা ছাদে।
জানি আমি, সবাই ওরা স্বপ্নে বাঁধে।