কবিতা- নিয়মের ঘেরাটোপ

নিয়মের ঘেরাটোপ
– শিলাবৃষ্টি

 

 

নিয়ম মেনে চল্ নারে ভাই
নিয়ম মেনে চল্,
যার সাথে আজ বলবি কথা –
নিয়ম মেনেই বল্।
ভোরের বেলা সূর্য ওঠে,
রাতের বেলা চাঁদ ,
সুসভ্য এই জগৎ মাঝে
আমরা কেন বাদ!
চক্রাকারে ঘুরছে যে কাল
গ্রীষ্ম থেকে বরষা..
প্রকৃতির এই বিবর্তনে
কর্ না একটু ভরসা।
রাতে ফোটে সব সাদা ফুল
দিনেবেলায় রঙিন –
এই নিয়মের ব্যতিক্রম তো
হয়নি কোন দিন ।
আমরা শুধু বেনিয়মে
ছোট্ট জীবন কাটাই,
পদে পদে বাধা বিপদ …
কেবল হোঁচট খাই।
নিয়ম মেনে চলছে রে দেখ্ –
বিশ্বের সব ধর্ম –
শিক্ষাকে আজ লাগাই কাজে
যেথায় আমার কর্ম।
বে-নিয়মের চাবিকাঠি-
রইল তো তোর হাতে,
যখন খুশি খুলবি তালা
দিবস থেকে রাতে।
জীবনের এই রঙ্গশালায়
আমরা নাটের পুতুল;
নিয়ম মাফিক না চললেই
গুনবি ভুলের মাসুল।।

Loading

Leave A Comment