কবিতা- সমান

সমান
– মঙ্গল মন্ডল

ছেলেটির চরিত্র খারাপ
তবে সোনার আংটি আবার বাঁকা নাকি,
ও সব… ঠিক আছে,
বিয়ে হলে সব… ঠিক হয়ে যাবে;
মেয়েটি তবে কাঁচ হলো কেমন করে?
ভাঙলে জোড়ে না যে ওই সমাজে,
তখন সবাই বলে ও মেয়ের কলঙ্ক আছে।

ছেলে যে ধোয়া তুলসী পাতা
যতই নর্দমাতে চলুক রোজ;
যতই অধিনায়কের বলে
দুর্বলকে কোণঠাসা করুক
তবুও পুরুষ তো !
করিস না চরিত্রের খোঁজ।

কখনও কি কেউ ভেবেছো?
শরীরে নারী-পুরুষ কেবল ওরা,
বাকি সব …সমান,
পরিবেশ যেমন তারা হয় তেমন,
কেউ অন্ন জোগাতে, কেউ মনের দাসত্বে
সমাজের নিয়ম ভাঙে প্রতিক্ষণ।

Loading

Leave A Comment