Site icon আলাপী মন

কবিতা- শুধুই প্রেমিক

শুধুই প্রেমিক
-রীণা চ্যাটার্জী

আমায় চোখের ফ্যাকাসে দৃষ্টি ঢাকতে হয় নি
কাজলের রঙে
পেটের অবাঞ্ছিত মেদও লুকোতে হয়নি শাড়ির আঁচলে
আয়নার সামনে দাঁড়িয়ে রঙীন শাড়িতে সাজতে হয় নি
মালা, বালা কোনো আভূষণ তো লাগে নি তোমার জন্য
কাজল, লিপস্টিকের মেকি আবরণ খুঁজতে হয় নি
তোমার জন্য আমায়…
তবুও তুমি আমায় ভালোবেসেছো
আটপৌরে শাড়ির ভাঁজে ভরে দিয়েছো শুধুই প্রেম
আমার যা কিছু এলোমেলো, অগোছালো
তাই নিয়েই ভালোবেসেছো আমায়
সবটুকু খুঁত নিয়েই দাঁড়িয়েছি তোমার সামনে
আপন করে নিয়েছো
চোখ বুঁজে ছুঁয়ে দেখেছি ভালোবাসা
শুধুই প্রেম পেয়েছি আমি, অন্য কিছু নয়
প্রেমিক পেয়েছি তোমার মাঝে,
সত্যিকারের পুরুষ বোধহয় শুধুই প্রেমিক হয়।

**এই লেখা শুধুই কলমের আঁচড়ে মনের কথা।
তসলিমা নাসরিনের ‘প্রেম’ কবিতাটির অনুকরণের অসম সাহস নয়। তবুও কথার মিল-অমিলের মাঝে কারোর ভাবনায় আঘাত বা অসম্মান হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।

Exit mobile version