জন্ম দিয়েছো
– সুমিত মোদক
তোমার জন্য রেখে দিলাম এক পৃথিবী
ভালোবাসা;
মায়ের আঁচল, মাটির উঠান…
তোমার জন্য রেখে দিলাম;
এখন যে গভীর রাত;
এখন যে মালকোষ রাগ;
চারিদিকে ছুটে চলেছে একটা অস্পষ্ট ছায়া;
মৃত্যুর হাতছানি .…
অথচ, তুমি রাত জাগছো রোজ;
করে চলেছো খোঁজ
ভৈরবী রাগ;
অনেক দিন ভোর দেখা হয়নি;
যুগান্তরের ভোর …
আজ তোমার সঙ্গে ভোর দেখবো,
একটা ভোর;
একটা যুগান্তর;
শুনবো আমার ভাগীরথী নদীর
ছলাৎ ছলাৎ শব্দ;
চেনা-অচেনা পাখির কূজন;
জানি, তুমি কালপুরুষের কাছ থেকে
নিয়ে এসেছো তরবারি;
একের পর এক নিধন করে গেছো
মৃত্যুর ছায়া মূর্তি;
জন্ম দিয়েছো ভবিষ্যৎ …
তোমার জন্য রেখে দিলাম এক পৃথিবী।