Site icon আলাপী মন

কবিতা- পাষাণী

পাষাণী
– সীমা চক্রবর্তী

 

 

যেখানে ভালোবাসা আছে
সেখানে তুমি নেই….
আমি তাই দু’হাতে ভরে
ভালোবাসার ফুল উপহার দেই
তোমার স্থির মনের আলিন্দে…
তারপরেও সব নিস্তব্ধ…
আমার ভালোবাসা ক্রমশ সাদা-কালো হয়ে যায়,
অবহেলায় পরে থাকে বিজন ঘরের কোণে….
তোমার নীরাবতার ভাষা আমি বুঝি না…

যদিও ভালোবাসি তোমাকে…
তবুও কোনো রূপকথার জন্ম দিতে পারিনা –
সেই বন্দিনী রাজকন্যা
আর অচিনপুরের রাজপুত্র…
সোনার কাঠি…. রূপার কাঠি…
না, কোনোটাই না…
এতোটা গভীর কল্পনা আসেনা মননে…

তাই, তোমার সান-বাঁধানো শীতল কবরে
প্রতিবারই রেখে আসি
একগুচ্ছ শিশির ভেজা রক্ত গোলাপ, তোমার জন্মদিনে…
প্রতিবারই বলি, —
পাষাণী অহল্যা, একবার নীরবতা ভাঙো…..

Exit mobile version