Site icon আলাপী মন

কবিতা- “ভালোবাসা প্রশ্নচিহ্নে “

“ভালোবাসা প্রশ্নচিহ্নে “
– উজ্জ্বল সামন্ত

 

 

তোমার আলিঙ্গনের উষ্ণতায় জ্বলে পুড়ে ছারখার হয়ে
বুকের উতালপাতাল ঢেউ সমুদ্র মন্থন করে অনুভবে
তোমার চুলের ঘনঘটায় যেন ভালোবাসা আকাশ ঢাকে
বিদ্যুতের ঝিলিকের উপস্থিতি উঁকিঝুঁকি বাহুডোরে

নিঃশ্বাস-প্রশ্বাসে কথা বলে চুপিসারেই কানে কানে
নিঃশ্বাস বায়ুর উষ্ণতা পড়ে অহরহ প্রেমিকের বুকে
নিরাপত্তা বিশ্বাস যেন পথ খুঁজতে খুঁজতে কাঁধে
রঙিন স্বপ্নে বিভোর চারটি চোখ স্বপ্নের আকাশে ভাসে

আরো কাছে টেনে নিয়ে বাহুডোরে আবদ্ধ হতেই
লজ্জায় রাঙ্গা মুখে ফুটে ওঠে সুখের অনুভূতি অচিরেই
অতৃপ্ত বাসনা কামনার আগুনে জ্বলে ওঠে নিভৃতে
দুটি দেহ মন নাগপাশে ভালোবাসার চরম মুহূর্তে

চিরদিনের মত সুখে দুঃখে সাথে থাকার অঙ্গীকারে
ভালোবাসায় অমৃত আছে বিষও আছে জেনেও
অপূর্ণতা সম্পর্কে দুঃখ কষ্ট মান অভিমানে ঘৃণা তিরস্কারে
কেন দুটি মন ভালোবাসে পরস্পরে একাত্ম হয়ে..?

Exit mobile version