কবিতা- ভালো থাকো ভালো রাখো

ভালো থাকো ভালো রাখো
– মানিক দাক্ষিত

 

 

এবার থামো অনেক হলো
আর নয়কো আস্কারা,
মাস্ক নিয়ে করছো তোমরা
নিত্যনতুন মস্কোরা।

দুলের মতো কানে ঝোলাও
কখনও ঝোলে দাড়িতে,
আড্ডাখানা চায়ের দোকান
মন বসে না বাড়ীতে।

বিড়ি ফোঁকো পানও চিবাও
হাঁচি কাশি থুথুতে,
মাস্ক তোমার হাতের মুঠোয়
নয়তো ঝোলে দাড়িতে।

খাওয়ার এখন ধূম বেড়েছে
আনন্দে যাও বাজারে,
হামলে পড়ে বাজার করো
ভরাতে পেট গাবারে।

চোখের সামনে দেখছো মরণ
কেমন নাচে ভূতের নাচন,
সব বুঝেও বুঝছো নাকো
নিজের হাতে মরণ বাঁচন।

জীবন বড় অমূল্য ভাই
গেলে আর ফেরে নাকো,
তাই তো বলি সাবধানী হও
ভালো থাকো, ভালো রাখো।

Loading

One thought on “কবিতা- ভালো থাকো ভালো রাখো

  1. জীবন বড়ো অমুল্য তাই
    কবির কথা মেনে চলো ভাই
    তাকে নিয়ে ছিনিমিনি আর খেলোনা
    জীবন গেলে জীবন যে আর পাবেনা।
    সূন্দর লেখনী কবি বন্ধু।

Leave A Comment