Site icon আলাপী মন

কবিতা- পাড়ভাঙা শুজনি বউয়ের লজ্জা

পাড়ভাঙা শুজনি বউয়ের লজ্জা
– শ্যামসুন্দর মন্ডল

 

 

মাঝে মাঝে তীব্র আলোও দিনে খুনী হয়ে উঠে।
তখন আলো নয়, ছায়ায় ভাসিয়ে দিতে হয় বাঁচার তাগিদটা।

পশ্চিমে লবনধারার ধারাপাত ছুঁতেই নিভে যায়
সারাদিন জ্বলতে থাকা অত্যাচারী আকাশ উনুনটা।
পুকুরের পাড় ভেঙে অত্যাচারিত জলের পাশে
সমানুভূতিতে ফিরে পায় শুজনি তার লজ্জা।
নাৎসী হিটলারের ও রক্তসোহাগ পেরিয়ে টিকে থাকে
কিছু কিছু ঘামঝরানো আবর্জনামুক্ত রক্তপ্রবাহ।

সারাদিন বন্ধ্যা ক্ষেতকে মাতৃময়ী করতে
রক্তঝরায় ঘামের বেশে শুজনি নামের চাষা বউটি,
বাঁচিয়ে রেখে লজ্জা এগারো হাত শাড়ীর ভাঁজে।
দিনের শেষে পুকুরধারে গুগলি খোঁজে পাথর কেটে
যদি বা বন্ধ হয় হাহাকার, ভাতহীন হাংরা পেটে।

এরপর ও শুজনি বউ লজ্জা বাঁচিয়ে রাখে
আর একটা সোহাগী সূর্যের স্বপ্ন দেখে।

Exit mobile version