Site icon আলাপী মন

কবিতা- সব ফুল, সব রঙ

সব ফুল, সব রঙ
– প্রণতি ঘোষ

 

 

কত না ফুল! কত না কুঁড়ি! সমস্ত বাগান জুড়ে!
মেঘহীন অহনা ললনার মৌনতায় সাবলীল স্নেহবিলাস।
শুভ্র গন্ধরাজ, রক্তিম জবা,লাল গোলাপ, হলুদ চাঁপা..
নৈসর্গিক আঁচলে বিছানো রামধনুর সুপ্তির রঙ।

ভোরের পাখির ধ্রুপদী কলরব সমর্পণের এক উচ্ছ্বাস..
ছিঁড়ে যাওয়া পাতা.. ঝরে যাওয়া বনফুল..কনক মৃত্তিকার
পরিচয়.., সবই আছে যেখানে যেমন..
অভ্যাসের ফুলের বাগানে নিশ্চিত বনানী শপথ।

অথচ নীরব কেন বাগিচার প্রীতি সম্ভাষণ! সাদর সাগ্রহ!
রক্তজবার বিনা প্রত্যাশার চেয়ে থাকা নির্নিমেষ!
অমল গন্ধরাজের বিষণ্ণ ঘুম, ছায়া ছায়া আঁধারে দ্যুতিহীন।
গোলাপ-চাঁপার সুগন্ধ যেন ভুলে যাওয়া.. নীল সমুদ্রের ভালোবাসা আজন্মের!

সব ছবি ম্লান, অনাগ্রহী নিশ্চেতনা অন্যমনে ক্লান্ত,
নীরবতায় নিয়ে আসা সুদূর হারানো পাহাড় নদী অরণ্য..
তন্দ্রাচ্ছন্ন যেন সব অলৌকিক সুখের সব ফুল, সব রঙ..

Exit mobile version