Site icon আলাপী মন

কবিতা- অস্থিরতা

অস্থিরতা
– কাজল দাস

হ্যাঁ, শব্দগুলো যদিও প্রতিবাদের
আমি কিন্তু আদৌ প্রতিবাদী নই
যারা দুবেলা নিয়মিত গলা সাধে
তারা প্রতিবাদ করবে, অবশ্যই।

কলম- জোরে দু’ এক কথা বলি
শব্দ-বন্ধে সাজাই নিজের চিতা
যুদ্ধ ভয়ে খুঁজে ফিরি চোরাগলি
শব্দ- শোকেই প্রসবিত কবিতা।

মিডিয়াগুলো ভয়ের ছবি দেখায়
রাতজাগা চোখ স্বপ্নে দেখে দেশ
অকাল মৃত্যু ঘরে ফেরে অসহায়-
কখন যেন‌, রাত হয়ে যায় শেষ।

কোথাও যেন দিনের আলো নেই
উঠোন জুড়ে না খাওয়াদের ভিড়
সহজ মৃত্যু চেনেনা যে- কাউকেই
প্রতিটা অক্ষরে হয়ে ওঠে অস্থির।

তবুও যুদ্ধ আমকে দেয় না ধরা
সবাই জানে আমি প্রতিবাদী নই
অন্ধকারে মশাল জ্বালবে যারাই,
তাদের জন্য  -কলম চালাবই।

Exit mobile version