কবিতা- একটু ঘেন্না করিস আমায়

একটু ঘেন্না করিস আমায়
– উজ্জ্বল দাস

 

 

জানিস তোর কথা যে আজ প্রথমবার একা একা ভাবি
তা কিন্তু নয়।
তোর কথা আমার রোজ মনে পড়ে,
হ্যাঁ হ্যাঁ রোজ রোজ রোজ… সবসময় মনে পড়ে।
আলবাত পড়ে, একশো বার পড়বে।

তোকে আমি একা একা ভাবতেই ভালবাসি।
কেউ যাতে ঘুণাক্ষরেও বিরক্ত না করে সেই ভাবনায়।
তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি
ঠিক, সূর্য ডোবার পরে,
তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি
ঠিক, চাঁদ জাগার পরে,
তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি…
চাঁদের কলঙ্কগুলো ঝলসে ওঠার পরে…
তারা খসে গুহা তৈরি হবার আগে।
তারা খসে মৃত্যু হবার আগে।
তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি..

~~~~~~~~~~~~~

“উফফ!  আর না এবার ছেড়ে দে”
যেদিন আমায় একলা পেয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরলি,
আমিও দৌড়ে পালিয়ে গেলাম স্কুল বাড়িটার পেছনে।
তখন আমার হার্টটা যেন ভয়ে হরতাল করেছিলো।
কাজ করা থামিয়ে দিয়েছিলো।
তখন যদি কান পাততিস, শুনতে পেতিস
একশো ঘোড়ার ছুটে চলার কম্পন।
কি ভয়ানক অনুভূতি,
সেই প্রথম, তোকে একলা ভাবা শুরু।

তির তির করে কেঁপে উঠে ছিলাম আমি, আমার ঠোঁট,
আমার বুক, মুখ, চিবুক, কপাল আমার –আমার
আমার শিরা, উপশিরা, আমার ধমনী, আমার সব।
চোখ বন্ধ করে তোকে স্পর্শ করে ছিলাম আমি-
আমার সবটুকুতে ছিলিস তুই শুধু তুই।
কিন্তু সেদিন বুঝতে পারিসনি স্কুল বাড়িটার পেছনে
আমি তখনো একা দাঁড়িয়ে কাঁপছি,
আর সেই কম্পনে রয়েছে তোর স্পর্শ পাবার
একটা সুস্বাদু আকুল আমন্ত্রণ।

এলিনা তুই।
ভেবেই চললাম তোকে।
তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি
বেশ মনে পড়ে।

তারপর?
ভেবে দেখলাম। তুই তো আমার নয়।
আর আমি! আমার সিঁথিতে এখন অন্য কারুর দেওয়া লাল।
আমার শাঁখা পলা, সে তো অন্য কারুর দান।
দু’বেলা যখন নেশার ঘোরে আমার শরীরটাকে
কুকুরের মত ছিঁড়ে ছিঁড়ে খায় রোজ…
ঠিক তখনও
তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি।

মনে পড়ে?

লুকিয়ে দেখা হতো সঙ্গীতাদের বাড়ির তেতলায়।
পেছন দিকের মরচে পড়া খাড়াই ঘোরানো লোহার সিঁড়ি,
লম্বা লাল বারান্দা পেরিয়ে ছোট্টপানা ঘর।
ওর ঘরে গিয়ে ঢুকলেই,
আমার দিকে তাকিয়ে নিজের বাঁ চোখটা চিপে দিতো,
ঘর থেকে বেরিয়ে যেত নানা অছিলায়।

ফিরতো কখন?
ঠিক সন্ধ্যে নামার আগে,
আমাদের নিঃশ্বাসের তাপমাত্রা যখন শূন্যাঙ্ক ছুঁই ছুঁই,
চোখে মুখে লাজুক তৃপ্তি।
তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি,আজও

মনে পড়ে?
এরকমই একটা সন্ধ্যের ক্লান্ত কলেবরে-
সঙ্গীতার মা বলেছিলো-

“তোদের দুটিকে মানিয়েছে কিন্তু বেশ,
একটা কালো টিপ পরিস”
সেদিন তোকে বারবার বলতাম–
“এত ভালোবাসিস না আমায়,
একটু ঘেন্নাও কর, শুনিসনি।

আর আজ?
নাহ্ পরিণতি পায়নি,
আমাদের ভালোবাসাটা অমর হয়ে গেছে রে।
হারিয়ে গেলি তুই।
হয়তো মন্দবাসা ছিলো তোর মনে।
আজও তোকে আমি একা একা ভাবতেই ভালোবাসি..

আর? জানিস! আমি কি বোকা!
কালো টিপ’টাই পরি,
আর বলি,

যদি তুই মন্দ-বাসিস
কালো টিপের খবর রাখিস।।

“বেশি ভালো বাসিস না আমায়,
একটু ঘেন্নাও কর, একটু ঘেন্নাও কর।”
তোকে কিন্তু আজও আমি একা একাই ভাবতে ভালোবাসি

Loading

Leave A Comment