কবিতা

কবিতা- দহন জ্বালা

দহন জ্বালা
– পায়েল সাহু

 

 

তীব্র জ্বরে পুড়ছে শরীর, ছিড়ছে মাথা যন্ত্রনায়
পচা শামুকে পা কেটে জ্বলছে মন তীব্র জ্বালায়,
মৃত্যু কামনা করছে জীবন স্বার্থপরতার বাস্তবে
মনুষ্যত্ব আজ বিলুপ্তপ্রায় মিথ্যাচারিতার দ্বন্ধে।

মিথ্যে রাজা সাজার লোভ ঘাতক প্ৰিয় সম্পর্কের
সর্বগ্রাসী আগ্রাসনের মোহে প্রকাশ নির্লজ্জ স্বরূপের
সমাজ যাকে ব্রাত্য করে হয়ে চরম অপমানিত,
জন্মদাতা পিতামাতার সন্মানও তার জন্য লজ্জিত।

“হে ধরণী দ্বিধা হও” প্রার্থনা নিপীড়িত আর্তজনের
সর্পরূপী অসহায়ের উপকারের গুনছে মাসুল ভুলের,
নীল বিষে জ্বলছে শরীর তীব্রতা যেন দাবানলের,
দেবাদিদেবের কৃপায় এখন অপেক্ষা প্রলয় নাচনের।

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page