Site icon আলাপী মন

কবিতা- আঁধার ঘরে একলা বসে আমি

আঁধার ঘরে একলা বসে আমি
– শিলাবৃষ্টি

 

 

মনের মানুষ মন ভাসিয়ে দিয়ে
পাল তুলে যাস সাত সাগরের পারে,
আঁধার ঘরে একলা বসে আমি
চারণ করি স্মৃতিই অকাতরে।

পাথর দিয়ে হৃদয় চাপা রাখিস
একবারো কি ভাবিসনা আজ তুই,
তোর বিহনে একলা শূন্য ঘরে
আলুথালু আঁকড়ে ধরে ভুঁই …

যে থাকবে অনন্তকাল ধরে
প্রতীক্ষাতে উদাস দুটি আঁখি।
প্রেমের ভেলায় ভাসিয়ে ছিলি কেন
সময় এলে দিবিই যদি ফাঁকি?

শাওন যদি আবার এলো ফিরে
ফিরলিনা তুই ভুলেও একটিবার,
প্রলয় বুঝি দমকা হাওয়ায় আসে
চারদিকে ঐ ঘনায় অন্ধকার।

বাইরে যারা গিয়েছিল চলে
যে যার মতো ফিরল ঘরের পানে,
আমার ঘরে প্রদীপ জ্বলেনি তো
কেউ ফেরেনি ভালোবাসার টানে।

Exit mobile version