Site icon আলাপী মন

কবিতা- ছায়া কেন সঙ্গে যাবে?

ছায়া কেন সঙ্গে যাবে? (লিমেরিক)
– তাপস বর্মন

 

 

ছাতা মাথায় স্বপন বাবু বেরিয়ে ছিলেন পথে,
হটাৎ দেখেন ছায়াটি তার চলছে সাথে সাথে।
ছায়া কেন সঙ্গে যাবে
শনির দশা নিশ্চই হবে
পঞ্জিকা খুলে দেখতে হবে কি আছে তাতে।

পঞ্জিকা খুলে স্বপন বাবু দেখেন সরষে ফুল,
কেন্দ্রে দিব্যি বৃহস্পতি কোথায় হলো ভুল।
এবার ওঝা ডাকতে হবে
তিনি সঠিক কথা কবে
ছাতাটি বোধ হয় স্বপন বাবুর যত নষ্টের মূল।

রাত দুপুরে ওঝা এলেন সঙ্গে চন্ডাল হাড়,
অং বং চং করলেন শুরু ছায়া তাড়াবার।
গিন্নি গেলেন বেজায় চটে
ঝাঁটা হাতে যেই না ওঠে
অমনি ওঝা ঝোলা গুটিয়ে হলেন পগার পার।

আর তো বাবুর ঘুম আসেনা দুরু দুরু বুক,
ছায়া বিভ্রাট কেড়ে নিল স্বপন বাবুর সুখ।
অবশেষে তিনি ভাবেন
নন্দ বাবুর কাছে যাবেন
নন্দ বাবু ঐ এলাকার বিজ্ঞানের মুখ।

Exit mobile version