” কাটাকুটির গল্প “
– অলোক শীল
ক্রমশ হারায় প্রাণ, ভয় হয় অদ্ভুত বাস্তবে;
বিশে সত্যি এবার মিশেছে বিষ,
না কি তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রস্তুতি?
চাকুরিজীবি সামান্য অবলম্বন
প্রকৃতির করাল গ্রাসে ভাঁরায় হাত
এবার, জীবন জীবিকা শিখিয়েছে বাঁচার তাগিদ!
প্রসংসা মানপত্র দেয়াল শোকেসে সাজায় ভালো
ক্ষিদের জ্বালা ‘ভাত’ চেনেনা জাত বর্ন ধর্ম,
আবার চেষ্টা একটু শ্বাস নেওয়ার
আমিও জীবনের শেষ প্রান্তে, যুদ্ধের যোদ্ধা,
এ-যুদ্ধে লড়বো নইতো মরবো…