কবিতা

কবিতা- বিলম্বিত লয়ে

বিলম্বিত লয়ে—
-শ্যামসুন্দর মন্ডল

 

 

অনেকদিন হল তুমি নেই।
গানের খাতাটায় ধুলোবালিগুলোও প্রত্নতাত্ত্বিক হয়ে গেছে।
খাতার সেলে অক্ষরগুলো আজও বন্দী।
নিঃশব্দে প্রহর গুনছে তোমার শরীর খুঁজে।

টেবিলের পাশে হারমোনিয়ামের রিডগুলো
মৎস্য ভোরের কবর। সুর নেই ফুলকার ভিতর।
নিরুক্ত চেতনার পাশে আমি বন্দী স্পার্টাকাস
বুঝেছি আমি অনেক সূর্য পোড়ানোর শেষে।

সেদিন মুক্তি বিদ্রোহের আগুন ধরাতে
কবর খুঁড়ে গেয়ে উঠলাম ইমন রাগ।
মৃত চোখের আলোর রেখায় মিলিয়ে গেল
এক এক করে সব তান বিলম্বিত লয়ে।

এসো জীবন নারকেলের জট ছেড়ে বাঁকা চাঁদের মায়ায় গেয়ে উঠি
কবর ভাঙার তান বিলম্বিত লয়ে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page