ভাগীদার
– পায়েল সাহু
আমার একটা বন্ধু ছিলো কুটকচালি করার
সারাটা দিন আবোল তাবোল হাজার রকম বকার,
আমার একটা বন্ধু ছিলো ভীষণ শাসন করার
পান থেকে খসলেই চুন, বকুনি জুটতো দেদার।
আমার একটা বন্ধু ছিলো দেমাক ভীষণ তার
শখ ছিলো তার সবার ওপর ছড়ি ঘোরাবার,
আমার একটা বন্ধু ছিলো ভীষণ নরম মনের
মন খুলে তাই সমস্ত কথার ছিলো সঙ্গী প্রাণের।
আমার একটা বন্ধু ছিলো হাসি খুশি মজার,
রাগী হলেও ভালো সে বাসতো আমায় অপার।
আমার বন্ধু হারিয়ে গেছে আঁধার পথের ধারে
চোখ ফেটে জল মানেনা বাঁধা, খুঁজি কোথায় তারে?
বন্ধু আমার প্রাণের ভিতর, বাঁধন সুক্ষ্ম সুতার,
আজও আমার মনের কথার সেই শুধু ভাগীদার।