Site icon আলাপী মন

কবিতা- বিরহ

বিরহ
– ডাঃ গোলাম রহমান ব্রাইট

 

 

আমার পুরো অস্তিত্ব জুড়ে বিরহ ব্যথা ভরা
ফুরিয়ে এলো অযুত স্বপ্ন বিষাদে মাখা ধরা।
বিনিদ্র রাতে বর্ণিল স্বপ্নে অদৃশ্য হবে তারা
খাঁচার পাখি আকাশ ছোঁবে বইবে অশ্রু ধারা।
বিরহী সুরে বিজন দেশে হৃদয় খুলে গাই
কুহকী ক্ষণে গচ্ছিত রাখা মুহূর্ত গুলো পাই।

মসৃন স্বরে বিরহ গাঁথা সইতে যেন পারি
শান্তির নীড়ে অতৃপ্ত মুখ যন্ত্রণা বুকে ভারি।
জমাট বাঁধা চিন্তার ভাঁজে বিবর্ণ কাঁটা ভরা
আশার আলো বর্তিকা হয়ে ফেরাবে শান্তি ত্বরা।
বিস্ময়ে ভরা আঁধারে আলো মেঘের ফাঁকে চাঁদ
কোমল কান্না অঝোরে ঝরে মানে না কোন বাঁধ।

অচেনা নদী স্রোতের সাথে জীবন তরী গাঁথা
অনন্ত কাল চলেছে ছুটে হিসাব ছাড়া খাতা।
বেদনা ছুঁয়ে আকণ্ঠ ধুয়ে দু’ফোঁটা জল চোখে
ঘুমের ঘোরে অমোঘ টানে জীবন গেলো শোকে।
ভোরের পাখি বাউল হয়ে কানের কাছে বলে
উত্তাল স্রোতে মাঝির তরী কেমন করে চলে?

Exit mobile version