Site icon আলাপী মন

কবিতা- গ্রাম্য কথা

গ্রাম্য কথা
– সোম

 

 

ঐ যে দূরে আকাশ প’রে,
মেঘের আঁকিবুকি।
নীল রঙা ঐ শূন্য মাঝে,
উড়ছে শতেক পাখি।

সবুজে সবুজ চারিদিক,
ঐ দিগন্ত রেখা।
গাঁয়ের শেষে রামধনু রঙ,
দিয়েছে আলোর দেখা।

লাঙ্গল গরু নিয়ে ক্ষেতে,
চলেছে চাষির দল।
ঐ হৈচৈ চিৎকারে মাঠে,
খেলছে ছেলেরা বল।

গাঁয়ের বধূ কলসী কাঁকে,
চলেছে নদীর কুলে।
গুন গুন রবে গান ধরেছে,
ভ্রমণ ফুলে ফুলে।

Exit mobile version