Site icon আলাপী মন

কবিতা- সবাই ভুলে যাবে

সবাই ভুলে যাবে
– পলি ঘোষ (বৃষ্টি)

 

 

কবিতার ভাষায়
খুঁজে পেয়েছি অন্তরে,
সেটি তুমি ভুলে যাবে কি করে?
সবার মাঝে স্থান পাবো না জানি।
পাবো না স্থান তোমার মনে কোন দিন।
তাই বলে কি,
চলে যাবে কি দূরে বহুদূরে?
যেখানে খুঁজে পাবো না তোমাকে,
তুমি কি ভুলে যাবে সব স্মৃতি…
কি লিখলে বলো…
তুমি অত্যাধুনিক কবিতা হবে,
কী ঢং এ লিখলে সবাইকার
হাততালি পাওয়া যাবে।
কী ধরনের ছন্দ হলে
নতুন কবিতার ধারা তৈরি হবে।
একদিন দুইদিন এমনি করেই,
দিন কেটে যাবে,
তুমি ক্রমশই ভুলে যাবে আমাকে,
আর মনেও পড়বে না
তারপর হঠাৎ একদিন…

Exit mobile version