কবিতা- কি দিতে পারো আমায়

কি দিতে পারো আমায়
– শুক্লা রায়চৌধুরী

 

 

আমায় একটু বাতাস দিতে পারো?
ফুসফুসে ভরে বাঁচবো কিছু দিন;
সোঁদা মাটির গন্ধ মেখে মৃন্ময়ী হয়ে –
তোমার হাতে ধরা দেই যদি?
ফিরিয়ে দেবে কি আমায়!
নাকি সেই হারিয়ে যাওয়া প্রেমের বাঁধনে –
ওই পুরুষালি পাঁজরে বেঁধে রাখবে!

আমায় একটু জীবন দিতে পারো?
সঞ্জীবনীর টানে ভাসবো সুখ চাবি ছুঁয়ে।
আমার করেই খুঁজে পাবো কি তোমায়?
ভালোলাগার নেশায় কাটাবো –
ভীষণ প্রিয় একটা রাত!
আড়মোড়া ভাঙা রোদের আলতো চুমু-
একটা একটা করে স্বপ্ন রাঙাবে।

আমায় একটু আগুন দিতে পারো?
তোমার জমানো অভিমান পুড়িয়ে-
কষ্টি পাথরে সাজাবো আমার জগৎ।
আবার নিভিয়ে দেবে কি আমায়?
নাকি অদম্য উষ্ণতায় ভরিয়ে-
শুরু করবে এক নতুন অধ্যায়ের;
মিষ্টি সোহাগে জাগবে সেই আনকোরা প্রেম।

Loading

Leave A Comment