খাদ্য বন্দী
-মঙ্গল মন্ডল
ওই যে হাঁসছে শিশুর কন্ঠ
হাঁসে দেখো মা,
পথের ধারে সে এক দৃশ্য
হাঁসি ছাড়া তাদের থলিতে কিছুই ছিল না;
পরনে নেই বিলাসিতার বালাই
নেই সমাজের ধিক্কার ঘৃণার ভয়,
লোভ নেই তার, একদিন এক বেলা খেলে
জানে আবার হবে অন্ন পাওয়ার সংশয়;
মাতৃদুগ্ধ পাওয়া শিশুটাও
কেঁদে ফেলে হাসতে হাসতে,
ওখানে যে আর অমৃত আসে না
মাও জড়িয়ে হেসে কাঁদে সাথে;
অর্থ দিয়ে সীমানা হয়েছে খাদ্যের
প্রকৃতিও বন্দী এ সংসারে,
স্বাধীনতা তো পশুপাখিদের জন্য
মানুষ কেবল জীবন কাড়ে…
–