প্রবঞ্চনা
– সীমা চক্রবর্তী
আমার সেই প্রেমিক তুমি,
এখন জীবন সঙ্গী তুমি,
মিলাতে পারিনা আর,
তখন ছিলে অন্য রকম,
এখন যেন আর একরকম,
নদীর এপার ওপার।
আমায় পাওয়ার ইচ্ছে সেদিন,
খুঁজতে বাহানা প্রতিটি দিন,
কারণে অকারণেই,
এলাম তোমার অঙ্গিকারে,
তোমার সাথে তোমার দ্বারে,
সেখানে তুমি নেই।
একদিন যা লাগতো ভালো,
অন্ধ রাতও জ্বালতো আলো,
থেমেছে আলোর গতি,
দেখিয়ে ছিলে স্বপ্ন অনেক,
পূরণ যদি হতোও খানেক,
কিবা হতো ক্ষতি।
আগের তুমি বদলে গেলে,
নতুন রূপে সামনে এলে,
সন্দিগ্ধ ভরা মন,
পুরনো তোমায় খুঁজি আমি,
প্রেমিক থেকে হয়েই স্বামী —
নেই তুমি সে-জন।
শুনিনি তখন কোনো বারণ,
তোমাকেই হৃদে করে ধারণ,
অজান্তেই হলো ভুল,
কাউকে তাই যায়না বলা,
পাশে থেকেও একলা চলা,
যাচ্ছি গুনে মাশুল।
বিশ্বাস করে ঠকে গেলাম,
অভাগী হয়ে রয়ে গেলাম,
মিথ্যে প্রবঞ্চনে,
এই কি ছিলো ললাট লিখন,
তপ্ত কড়ায় পুড়ি এখন,
যন্ত্রণারই সিঞ্চনে।