কবিতা- তুই

“তুই”
– উজ্জ্বল সামন্ত

কেমন আছিস তুই ভালো তো? খোঁজ রাখিনি
জানিস আজকাল তোকে খুব মিস করি
কেন? একাকীত্ব কুড়ে কুড়ে খায় আমাকে
সেই বর্ণালী দিনগুলো স্মৃতিতে এখনো ভাসে

মনে আছে রাগ করে তুই নাক ফুলিয়ে থাকতিস
রাগ যেন নাকের ডগায় চোখের জলে বানভাসি
আনন্দের মুহূর্তে গালের টোলে তুই লাস্যময়ী
তুই ছিল আমার ক্রাশ কিন্তু কোনদিন জানায়নি

কেন? যদি মিষ্টি বন্ধুত্বটা নষ্ট হয় দমকা হাওয়ায়
ইগো বড় হয়ে সম্পর্ক যদি পিছু ছাড়ায়
সম্পর্কের টানাপোড়েনে যদি বন্ধুত্ব হারায়
ভালোবাসা যদি বিষ ছড়ায় বন্ধুত্বের চেহারায়

তুই যে আমার আপন ছিলি একান্তই
আজ তেমন কেউ খোঁজ রাখে না জানিসতো
জানিস এখন প্রেম হয় স্ট্যাটাস আউটলুকে
চড়া মেকাপের আড়ালে মুখ মুখোশে ঢাকে

আধুনিকা সুন্দরীদের ভিড় সোশ্যাল সাইটে
এখন চিঠি নয় কথা হয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে
টেক সেবী যুগে সম্পর্কগুলো কাঁচের মত ঠুনকো
সামান্য আঘাতে ব্রেকআপ সম্পর্ক ভেঙে চূর্ণবিচূর্ণ

আসলে কি বলতো বিশ্বাসের অভাব বড়ই
একসাথে কয়েকজোড়া প্রেম চলে অহরহ
সম্পর্ক এখন জামা কাপড় চেঞ্জের মত
চাওয়া পাওয়ার হিসেব নিকেষে কিংকর্তব্যবিমূঢ়

জানিস আজ আমার একটা তুই চাই
ভীষণ মিস করি তোকে কোথায় খুঁজে পাই?
চারিদিকে মুখোশের ভীড়ে আমি হারিয়ে যাই
সম্পর্ক অনেক কিন্তু কোথাও যেন তুই নাই…

Loading

Leave A Comment