“সমিধ”
– প্রণতি ঘোষ
শূন্যতাবোধে পূর্ণতা খুঁজেছি অহরহ…
দিনশেষে রাত্রি নেমেছে জানালায়..
দিবারাত্রির কাব্য যথারীতি সাজিয়েছে তার চরিত্র,
একাঙ্ক নাটকের দৃশ্য পটভূমি, শূন্য রঙ্গমঞ্চ প্রান্তরে।
অথচ সেই অদেখার সমিধ স্বপ্ন আজও অধরা!
যে স্বপ্নে জ্যোতির্ময়ী মানসী বাঁচতে শেখে অনন্য আলেখ্যে!
যে সমিধে চিরকাল জ্বলে ওঠে আলোর উৎসব!
গোপন অলিন্দের চিরচেনা সমস্ত নির্মাণ…
সায়াহ্নকালের বাতায়নে আগামীর বার্তা দেয়।
দখিনা বাতাসের গুঞ্জরিত আহ্বান মুখরতা!
আকাশের সাথে বিনত সংহতির।
শুধু পড়ে থাকা নির্জীবে, রব ওঠা সংসারের আনাচে-কানাচে
আমোছা আসবাবের মতন চিরটাকাল…
একাই জ্বালায় আঁধার অবকাশে অভিমানী আলো।