কবিতা

কবিতা- গঙ্গাফড়িং

গঙ্গাফড়িং
– সুজিত চট্টোপাধ্যায়

বড্ড ইচ্ছে ছিল, বড্ড
গঙ্গাফড়িং দেখবো, জ্যান্ত।
যেমন দেখেছি ছবিতে,
যেমন শুনেছি গল্পে, কৈশোরে,
যেমন পড়েছি কবিতার অলংকারে, তেমনই,
বড্ড ইচ্ছে ছিল, বড্ড

নতুন পাতার মতো মায়াবী সবুজ সর্বাঙ্গে তার
বুলিয়ে দেবো আদর মাখানো আলতো আঙুল।
দুরন্ত ডানায় ছুঁইয়ে দেবো কোমল ঠোঁটের
শব্দহীন প্রেম অনুভূতি চুম্বন,
রাখবো তাকে আঙুল অঞ্জলিতে ক্ষণকাল!
ইচ্ছে ছিল, বড্ড ইচ্ছে ছিল।

একদিন সহসা দেখা পেলাম তার!
প্রেয়সী সুদর্শণা সবুজ তরুণী গঙ্গাফড়িং আমার,
না না, সেখানে নয়, সেখানে নয়,
যেখানে পেতে চেয়েছিলাম তাকে, মনের গোচরে
ফুলের কানন-ভাগে, সবুজ ধানক্ষেতে কিংবা
চঞ্চলা গঙ্গার পবিত্র কিনারে কিনারে।
হায়…
পেলাম তাকে প্রাকটিকাল ক্লাসের চেরাই টেবিলে,
নিথর বিবশ অসহায় অচঞ্চল সবুজ গঙ্গাফড়িং
আমার স্বপ্ন ভালবাসার মৃতদেহ, গঙ্গাফড়িং।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page