কবিতা- এসো গাছতলায় বসি

এসো গাছতলায় বসি
– তাপস বর্মন

বিষণ্ণতার বুক চিরে এগিয়ে চলেছি
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে।
দুপুরের বজ্র মেঘে এক পশলা বৃষ্টি হলো বটে,
কোনো কিছু ধুয়ে মুছে সাফ হলো না।
জীর্ণ পাঁজরে বাসা বেঁধেছে অলসতা।
সামনের আস্তাকুঁড়ে থেকে ইতরের সঙ্গে লড়াই করে
খাবার সংগ্রহ করছে অসহায় মানুষ;
শুভবুদ্ধি সম্পন্নরা পাশ কাটিয়ে চলে গেল।
মানবিকতা, বিবেক, সাহানুভূতিরা কোথায়?
লজ্জায় মুখ ঢাকছে আগামী।
পাঁই পাঁই করে ছুটতে থাকা ব্যস্ততায়
চেনা মানুষগুলো হারিয়ে যাচ্ছে অচেনার ভিড়ে।
পৃথিবীটা দিনে দিনে ছোট হয়ে আসছে,
আমাদের জন্য নেই কোনো বিশ্রামাগার,
নেই কোনো নিরাপদ আশ্রয়।
এসো শ্যাম, এসো সেলিম আমরা গাছ তলায় বসি,
আর স্বপ্নের রং তুলি দিয়ে আঁকি
প্রীতির ছবি, সমানুভূতির ছবি, মনুষ্যত্বের ছবি,
বড় পৃথিবীর ছবি।

Loading

Leave A Comment