Site icon আলাপী মন

কবিতা- শরতের পদধ্বনি

শরতের পদধ্বনি
– অমিতাভ সরকার

আজ প্রভাতে নতুন গন্ধ,
শিউলি হাসে মুখ তুলে।
আয় ছুটে আয় সাজি হাতে,
দুঃখ, ব্যথা সব ভুলে।
সবুজ মাঠ, ধান্য মঞ্জরী,
পদ্ম দিঘিতে নেই প্রহরী।
আকাশ নীল, মেঘের ভেলা,
নবীন সূর্য করে খেলা।
কুঞ্জে কুঞ্জে শারদীয়ার সুর,
দুলে দুলে হাসে ফুল প্রচুর।
নানা রঙে প্রজাপতি, ফুলে ফুলে খেলে,
ভ্রমরের দল নানা সুর তোলে।
নদী ভর্তি জল, করে টলমল,
মৎস্যজীবীরা তোলে রুপোলি ফসল।
দূরে নদী চরে কাশ মাথা নারে,
আগমনীর বার্তা এই প্রথম প্রহরে।
খুশির সকাল নির্মল বাতাসে,
বলাকার দল আকাশে ভাসে।

Exit mobile version