কবিতা

কবিতা- স্মৃতি-সুতো

স্মৃতি-সুতো

-রীণা চ্যাটার্জী

মন-মেঘলা রোদে মেলে দেওয়া স্মৃতি আবরণ,
মন কুঠুরিতে রেখে দেওয়া ভাঁজে আজো অমলিন।

আঁতুড়ে মিষ্টি গন্ধের নরম তুলতুলে আদুরে সুতো বোনা মলমলে শৈশব- তাকালো দুধের হাসি হেসে। প্রথম স্পর্শের সেই মাহেন্দ্রক্ষণ! অবুঝ আব্দারের আদর, মায়ের কোল দোল দেয় স্নেহমাখা সুরে… কিছু স্মৃতি-সুতো নিলাম তুলে।

কৈশোরের দাপাদাপির সুর তুলে মন লুকোচুরির খেলা খেলে। আড়ালে দেখি, আত্মবিশ্বাসী হয়ে ওঠার ছোট্ট ছোট্ট জলছবি। ফুলিয়ার রঙীন পাড়ে চিত্রিত দুরন্ত কৈশোর, কোমলতায় ভীষণ আপন… কিছু স্মৃতি-সুতো নিলাম তুলে।

হাতছানি দেয় যৌবনের উঁকিঝুঁকি, ভীষণ দুরন্ত, রঙবাহারী, মনভোলানো। চোখে হারানো, বেসামাল মুহুর্তে আঁকা মাদকতায় পিচ্ছিল .. যেন রেশমী বেনারসী। ভীষণ দামী, ক্ষণিকের রত্নাভ আভরণে.. কিছু স্মৃতি-সুতো নিলাম তুলে।

দায়ভারে বেঁধে দেওয়া জীবন্ত বালিয়ারী। ব্যস্ততা মেখে নিয়ে দেখেছে কত ক্লান্ত ভোর। ভুলে থাকা স্বপ্নেরা অজান্তে বেঁধেছে নোঙর উত্তরসূরীর কাছে, কথায় বোনা ভীষণ প্রিয় আমার রঙীন বালুচরী… কিছু, স্মৃতি সুতো নিলাম তুলে।

যে কথা হয়নি বলা, যে কাজ হয়নি সারা, যে স্বপ্ন আজো ডাকে নিশীথ স্বপ্নে- অবসরে বুনবো বসে নক্সী কাঁথা মনের মতো করে সঞ্চিতার স্মৃতি-সুতো গেঁথে .. তুলে রেখে যাবো।

যেদিন আসবে আমার অখণ্ড অবসর, মনে করে দিয়ে দিও যত্নে রাখা আমার সঞ্চিতার নক্সী কাঁথা- অন্তিম আবরণ করে। নিয়ে যাবো খুঁজে নিতে আমার জন্মান্তরের সেতু বন্ধনে।

Loading

6 Comments

Leave A Comment

You cannot copy content of this page