নিরাপদ উঠোন
– সুজিত চট্টোপাধ্যায়
এই গাছটার নিচে না বসাই ভালো
এই গাছের ওপর শকুনের বাসা।
এই নদীর জলে পা না ডোবানোই ভালো
এই নদীতে হিংস্র কুমিরের ঘরসংসার।
এই জঙ্গলে চড়ুইভাতি না করাই ভালো
এই জঙ্গলে দক্ষিণ রায়ের একছত্র রাজ।
এই মরুভূমিতে প্রমোদ ভ্রমণ না করাই ভালো
এই মরুভূমিতে মরুদ্যানের মায়াবী হাতছানি।
এই তুষার পর্বতের প্রেমে মোহিত না হওয়াই ভালো
এই তুষারপর্বতের খাঁজেখাঁজে অতলান্ত মৃত্যুফাঁদ।
দুরছাই, এভাবে কী বাঁচা যায়?
তবুও বাঁচতে হয়, নিরাপদ উঠোন খুঁজে খুঁজে
যতক্ষণ জীবন।