Site icon আলাপী মন

কবিতা- মাধুর্য কোরাস কণ্ঠে

মাধুর্য কোরাস কণ্ঠে
– মানিক দাক্ষিত

সকালের মিষ্টি আলোয় সেদিন
পুতুল খেলায় আতিশয্যে মাতোয়ারা।
স্বপ্নের মৃদু ঝাঁকুনিতে
বহুরূপীর সাতটা রঙ এসে হাজির
নির্বাক পুতুলের অচল অবস্থিতিতে
আনন্দের অসীম তৃপ্তি।

ডাগর চোখে যদিও অনন্ত জিজ্ঞাসা
তবুও ক্লান্তিহীন পুতুলের জমাট আসর।
কে জানে অনতিদূরে শক্ত পাথরে
বাধা খাবে বেড়ে যাওয়া কালের বয়স।

বেলা বাড়ে, সূর্য আসে মাথার ওপর।
কালো কালো অমসৃণ পাথরগুলো
চেপে বসে পেটে আর বুকে।
এতদিনে নির্বাক পুতুল সব
ভেসে গেছে দায়িত্বের ভরা বান দিয়ে।
বিষয়ের আতিশয্যে উন্মত্ত
শরীরের শিরা উপশিরা।

আকাঙ্খার পদক্ষেপ বিশালের পরিমাপ—
ভোগ বাড়ে আগুনের জ্বলন্ত শিখায়।
আদিমের রূপ নিয়ে সুখ ফেরে
বিষয়ের জঙ্গলে শান্তির খোঁজে।

ধীরে ধীরে বেলা পড়ে, সূর্য নামে পাটে,
জীবের কপালে কড়াঘাত
অতীতের উপলব্ধির খেয়ালী ভাষায়।
অশান্তির অস্বস্তিতে দেখে
সত্যের কাঠামো খাড়া পাশে;
উপায় কি, সময় নাই–অন্ধকার হাসে।

চোখের তারায় গেরুয়ার ছোঁয়া লাগলেই
সাদা পোষাক জমে।
উপলব্ধির খেয়ালী ভাষার পরিবর্তন
অবশ্যই সাদা পোষাকে।
গাণিতিক সমাধান ক্রমশ: জটিল,
চরম উপলব্ধির হালফিল খাতায়।
সত্যের নগ্নতায় আমাদের সার্থক রূপায়ণ—
মাধুর্য কোরাস কণ্ঠে যখন জীবনের জয়গান।।

Exit mobile version