কবিতা

কবিতা- “শব্দের চাষ”

“শব্দের চাষ”
– উজ্জ্বল সামন্ত

 

 

জানতে ইচ্ছে করে তুমি কি আগের মতই আছো
না বদল হয়েছে তোমার সবটুকু বাহ্যিক দৃষ্টিতে
আধুনিক সময় কি গ্রাস করেছে নির্ভেজাল সরলতাকে
তুমি কি আগের মতোই ভালোবাসা-কে ঢাকো লজ্জার আড়ালে

তুমি কি আগের মতোই প্রতিবাদ করো অন্যায় দেখলে
না সমঝোতায় এড়িয়ে চলো সত্যকে ঝামেলায় না জড়িয়ে
জানো আজ চোখ থেকেও অন্ধ মানুষ বিবেক মনুষত্বের লোপ
অসহায় রোগী পড়ে থাকে রাস্তায় সাহায্যের জন্য হাত বাড়ায় না কেউ

আধুনিক জীবন নিজেকে ব্যস্ত রাখে অট্টালিকার দু’ কামরার ফ্ল্যাটে
অসহায় কান্নার আওয়াজ পৌঁছায় না উচ্চতার শিখরে আটকে
জানো আজ কৃত্রিমতায় মেতেছে জনজীবন সভ্যতা
লজ্জা আভূষণ বেমানান তাই অবলোপনে নির্লজ্জতাই গ্রহণযোগ্যতা

বদলাচ্ছে সময় বদলাচ্ছে মানুষ আবহাওয়া প্রকৃতি
জীবনের চেয়ে বড় মুল্য আর কিছু আছে কি?
তুমি স্বার্থপর হয়ো না বাড়িয়ে দিও কিছু সাহায্যের হাত
অলিখিতই থাক তোমার মনের গভীরে আমার শব্দের চাষ…

Loading

Leave A Comment

You cannot copy content of this page