Site icon আলাপী মন

কবিতা- অধোগতি

অধোগতি

-অমল দাস

 

 

রজনীর বিস্ময় আকাশে উজ্জ্বল তারাদের ভিড়ে

খুঁজি কোথায় মুলত আশ্রয়? পৃথিবীর নীড়ে

এ তো আমাদের অবৈধ বসবাস।

যতখানি হওয়ার ছিল প্রতি অঙ্গীকার আশ্বাস

বিপরীতে আঘাতের পেয়ালা সাজিয়েছি বেশি

চির নবীন প্রলেপের গায়ে ধর্ষিত চুমুকে প্রবাসী-  

পরগাছার মত দোদুল দোলাতে ফাগুনী ঘোল খাই,

ফিডিং বোতলে। চাহিদার সীমানা ভেঙে আরও চাই..

আরও! তাই মরমের বসন্ত শরতে

এঁটে দিতে আলপিন পুঁতি নির্বাক বধির ধরাতে।

দিনলিপির যত পাতা ছিঁড়ে যায়, সৌরালোর মতো-

ক্ষত ভয় জেগে ওঠে, যদি প্রতিঘাতে হতে হয় সম্মত

ছেড়ে যেতে। অসংখ্য তারার তরীতে কোথায় আশ্রয়?

কোথায় স্বীকৃত এতো ঔদ্ধত্য এতো প্রশ্রয়?

 

হয়তো একদিন ঠিক মাস্তুল ডুবে যাবে বরফ সাগরে!

অসমান্তরাল যত দগ্ধ রেখা পৃথিবীর হৃদয় গভীরে

কর্তন করেছি,  একদিন উলঙ্গ স্রোত রূপে

ধুয়ে নেবে জবর দখলের তট। সুপেয় তরল সূপে

গিলে খাবে আবক্ষ বিষাক্ত বিষ।

এমনিই বার্তা বয়ে কক্ষের অক্ষ পাশে নিয়ত বায়ু অহর্নিশ।

Exit mobile version