কবিতা- স্মৃতির ক্যানভাস

স্মৃতির ক্যানভাস
– পায়েল সাহু

 

 

আজও তোর কথা মনে পড়ে,
হাজার ভিড়ের একান্ত অবকাশে
মুহূর্ত গোনা নিঃশ্বাসের অভ্যাসে।

স্মৃতির চিলেকোঠায় জিরোনো ক্ষণে
অতীতের আলাপচারিতায়,
শুধু তোরই নাম বিস্তৃত নীলাকাশে।

তোর হাতের সেই নরম ছোঁয়াচ,
জাপটে ধরা বুক, উষ্ণ লাল ঠোঁটের আবদার
বন্ধ চোখের ভালোলাগায় ভাসে।

দূরত্ব ছিলো শুধুই ব্যস্ততার,
তবু আগলে রাখা প্রতি মুহূর্তে
আজ মনের যোজন দূরত্বে বিষাদের সুর মেশে।

খুনসুঁটি আর ঝগড়া ঝাঁটির ভালো বাসাবাসি শেষে,
প্রথম প্রেমের চিহ্ন আমার,
অমলিন আজ স্মৃতির ক্যানভাসে।

Loading

2 thoughts on “কবিতা- স্মৃতির ক্যানভাস

Leave A Comment