অন্তরালে বিচ্ছেদ
-মঙ্গল মন্ডল
গ্রীষ্মের শেষে আকাশে বিশাল বড় কুৎসিত মেঘ
মাঝে মাঝে চিৎকার করে,
আলো ঝরিয়ে কেমন যেন শোনা যায়
প্রবল হুংকার আর আর্তনাদ ,
মেঘেরা দলে দলে একটা লড়াই করছে মনে হয়,
আমি তাদের মাঝে যেতে চাই,
আর বলবো তাদের কানে কানে,
-“এত চিৎকার কেন করিস?
জগতে সবাই ঘুমায় যে!”
শুনল না হয়তো আমার মানা,
সমুদ্র গর্জে তাদের ঝগড়ায় সঙ্গ দিচ্ছে
এবার তোলপাড় হবেই হবে তা সব জানা;
ভাঙবে ঘর-বাড়ি, ভাঙবে কত সাজানো সংসার,
বোঝেনা তো ওই কালো বাদল, বুঝবেও না আর,
তারা আসবেই দলে দলে ভাঙবেই নদীর বাঁধ পাড়;
ওই তো ওখানে একটি পাখি কত কুঠি জমিয়েছে
সুন্দর বাসা গড়েছে নতুন অতিথির জন্য,
কষ্টে জমানো সংসার হচ্ছে রোষে চুরমার,
হারিয়ে স্বপ্ন ওই পাখি খুঁজবে অন্য অরণ্য;
কত পাখি কত প্রাণ এমনি হারায় চোখের আড়ালে
তবু আসবে বাদল আসবে ঝটিকার দল
ওরাও হারাবে বারে বার প্রকৃতির অনন্ত বলে..