কবিতা

কবিতা- কাল কে দেখেছে

কাল কে দেখেছে
-সীমা চক্রবর্তী

 

 

যদি কিছু দিতে চাও, কথা বা ব্যথা —
আজকেই দিয়ে ফেলো সব,
দ্রুত বেগে সময় আসছে কমে
চোখের পলকে ঝপঝপ…
কালের জন্য রেখোনা কোনো নিষিদ্ধ উৎসব।

‘কাল’ বলে কিছু হয়না
যা আছে, সবই আজ… এই ক্ষণ…
যদি দাও শ্রাবণী সন্ধ্যার গান,
দু’হাত ভরে অজস্র রক্ত গোলাপ
অথবা উষ্ণ শরীরি আলোড়ন।
প্রেম দেবে…. দাও…
কাল কে দেখেছে…
অনেক ভুল যে নির্দ্বিধায় ঠোঁটে মেখেছে
অপবাদে তার কি ভয়…?
কালকের কথা ভেবে শুধু শুধু শরীর ক্ষয়…।

কাল হয়তো দেখবে না তুমি… আমি….
থাকবে না দেওয়া নেওয়ার সালতামামি,
যদি চাও আজই মুছে দিতে পারো
আমাদের মাঝের দূরত্ব,
এই ক্ষণটুকুর এখন ভীষণ গুরুত্ব….
আর সব যাক —
আমাদের ন্যায় নীতি, ঘূণে ধরা পুরনো সংস্কার,
আজকের গভীরে বাঁচো
কাল বলে তুলে রেখোনা আর।

লোকলজ্জা… চোখলজ্জা…. যাক… সব নিপাত যাক…
টুপ করে পাতার মতো খসে যাবো নিমেষেই
অশরীরী ছায়ার মতো ঝুলে আছি দুজনাই —
তার আগেই দিয়ে দাও….. যা দিতে চাও হামেশাই
শরীর যদি পুড়ে যায়… তো পুড়ুক
কাল বলে কিছু হয়না,
শুধু এই মুহূর্তটা থাক…

Loading

Leave A Comment

You cannot copy content of this page