Site icon আলাপী মন

কবিতা- সৃষ্টির উপাখ্যান

সৃষ্টির উপাখ্যান
– অমিতাভ সরকার

 

 

শরতের শব্দ ভাসে বুক ভর্তি নদীর বুকে,
ইলশে গুঁড়ির মতো ঝরে পড়ে একে একে।
ভাসা শব্দগুলোকে নিয়ে মালা গাঁথা হয়,
সবাই ব্যস্ত হয় শুভ পরিণয় হবে নিশ্চয়।
কত ফুল চন্দন আসে লবঙ্গের ছোপ,
হৃদয়ের নিগূঢ়ানন্দ থাকে নিশ্চুপ।
হয়তো বা কারো ভাগ্যে শিলালিপি তৈরি হয়,
গ্রন্থের সংকলনে তার হয় শুভ পরিণয়।
প্রিয়ার আনন্দাশ্রু বিনিদ্র রজনী,
যুদ্ধ জয়ের আনন্দ বিগলিত তৃপ্ত ধ্বনি।
শরতের রুপোলী ফসল তেলে ভাজা হয়,
কত স্বাদ বিস্বাদের চর্চা তৈরি হয়।

Exit mobile version