কবিতা- গাছের মত

গাছের মত
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

গাছ হ’বি তুই?
লতায় ডালে সবুজ পাতায় ছড়িয়ে দেওয়া বৃক্ষযোগী।
ছড়াবি তোর শিকড়বাকড় মাটির গভীর জলের ধারায়।

গাছের মত প্রেমিক হ’বি?
তোর ছায়াতেই চোখটি বুজে শান্ত হবো।
রোদ ধরবি পাতায় পাতায়।
বৃষ্টি ভিজে শুদ্ধ হবি।
আমায়ও তোর সঙ্গে নিবি।
ফুলের মত উঠবো ফুটে।
মিষ্টি হাওয়ায় দুলে দুলে পড়বো
নুয়ে তোরই পায়ে।
মেঘে মেঘে ছায়ায় ছায়ায় কাটিয়ে দেবো বারোমাসই।।

Loading

Leave A Comment