তুমি নারী
– স্বাগতা কোনার
স্মরণ কর তুমি নারী, আদিশক্তি রূপে তোমার জন্ম।
জন্মদাত্রী হয়ে জাদুর পরশকাঠিতে জীবন কর ধন্য।
শত, সহস্র আবেগ ও করুণায় হৃদয় তব গঠিত।
উন্মুক্ত মনা, উচ্চশির, নির্ভয়া রূপে সৌন্দর্যমন্ডিত।
কখনও সম্রাজ্ঞী বা কখনও স্ত্রী রূপে অগ্নিস্নানে হয়েছ শুদ্ধ।
সময়ের নিয়মে ও কালের চক্রে নিত্য হও রক্তাক্ত।
অসীম জ্ঞানের ভান্ডার লুকায়িত রেখে মননে,
দৈনন্দিন ব্যস্ত থাক অপরকে সেবা দানে।
নিজ কাহিনীর তুমি নিজেই রচয়িতা,
সম্মান রক্ষার্থে হয়েছ অস্ত্রধারিণী, করো নি সমঝোতা।
অতীত ইতিহাস হয়েছে বহু উজ্জ্বল কৃতিত্বের সাক্ষী,
নিজ লক্ষ্যে অবিচল থেকে, স্থির গন্তব্যের তুমি যাত্রী।
হে নারী তুমি ঘরে বাইরে সদাই প্রিয়দর্শিনী,
জন্ম তোমার প্রেমময়ী রূপে, কখনও বা শক্তি স্বরূপিনী।
হৃদয়ের অতল গভীরতায় আছে দয়া ও স্নেহের বৃষ্টি,
মনে রেখো নারী তুমিই আরম্ভ, তুমিই হলে সমাপ্তি। ঈশ্বরের সর্ব পবিত্র ও জগতের শ্রেষ্ঠ সৃষ্টি।